হেলথ কেয়ার ইনফরমেশনের স্বাস্থ্যসেবা ডাক্তার ভাই নগরীতে

তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড নিয়ে এসেছে তাদের নতুন সেবা ডাক্তার ভাই। গত ২৭ ফেব্রুয়ারি নগরীর একটি সম্মেলন কেন্দ্রে এবং ২৮ ফেব্রুয়ারি আনোয়ারার ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটালে চট্টগ্রামবাসীর জন্য আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাব্যবস্থাপক তানভীর ফেরদৌস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান রুবাব রশীদ, প্রডাক্ট ডেভেলপমেন্ট ও মার্কেটিং বিভাগের প্রধান শাওন মুহাম্মদ শাহরিয়ার এবং এজেন্ট সেলস বিভাগের প্রধান সাইফুল ইসলাম মজুমদার সহ প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। আনোয়ারায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটালের পরিচালক মো. নুরুল আবছার, কামাল উদ্দিন মেম্বার, জহির আহমেদ, নাছির উদ্দিন এবং হাবিবুর রহমান। ইপিএইচআর বাইইলেক্ট্রনিক পার্সোনাল হেলথ রেকর্ড হলো ডাক্তারভাই এর প্রধান আকর্ষণ। মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ই.পি..আর. প্ল্যাটফর্ম ব্যবহার করে কাগজের বদলে ডিজিটাল উপায়ে স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করা যাবে। ডাক্তারের সাথেও এই স্বাস্থ্য রেকর্ড শেয়ার করা যাবে। ডাক্তারভাই অ্যাপের মাধ্যমে অথবা ১৬৫৪৪ হটলাইনে কল করে সহজেই বুক করা যাবে ছয় হাজারেরও বেশি ডাক্তারের এপয়েন্টমেন্ট।

News Link